বেনাপোলে বালু ব্যবসায়ীদের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ
মোঃ জামাল হোসেন, (বেনাপোল) :
যশোরের বেনাপোল পৌরসভার প্রধান সড়কের বেনাপোল বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে অবৈধ ভাবে বালু রেখে চলছে বালু ব্যবসার মহা উৎসব। এই বালু ব্যবসায়ীদের নামে নানা অভিযোগ থাকলেও এই সেন্ডিগেটের ভয়ে কেউ মুখ খুলতে পারেনা।
জানা গেছে, বালু বিক্রির ট্রলির গভীরতা ১২ ইঞ্চি থাকলেও এক নিখুঁত পদ্ধতিতে তা কমিয়ে ৭/৮ ইঞ্চি করা হয়েছে। ১২ ইঞ্চি বালুর টাকা নিয়ে ক্রেতাকে দেওয়া হচ্ছে ৭/৮ ইঞ্চি বালু। যেটা সাধারণ মানুষকে বোকা বানিয়ে বছরের পর বছর ধরে এই বালু ব্যবসায়ীরা হাতিয়ে নিয়েছে লাখ লাখ টাকা।
এ ব্যাপারে ট্রলি চালকদের কাছে জিজ্ঞাসা করলে তারা বলেন, আমরা নিরুপায় ট্রলি যদি ছোট না করি তাহলে আমাদেরকে ভাড়া দেবেনা মহাজনেরা। এভাবে মানুষ জনকে ঠকাতে আমাদেরও খারাপ লাগে। এভাবে ব্যবসা করে মহাজনেরা তো লাখ লাখ টাকার মালিক হচ্ছে আর আমরা টায়ার কিনতে গেলে সমিতি থেকে টাকা তুলতে হচ্ছে। আমরাও চাই ট্রলি বড় হোক এবং আমরা সঠিক ভাবে ভাড়া খাটি।
বালু ব্যবসায়ীদের বিরুদ্ধে আছে অবৈধ ভাবে সরকারি জমি দখল করে বেনাপোল বাজার প্রাথমিক বিদ্যালয়ের সামনে প্রধান সড়কের সাথেই যত্রতত্র বালু রাখার অভিযোগ। যার ফলে বাতাসে বালু উড়ে পথচারীসহ কোমলমতী স্কুলগামী শিশুদের চোখে মুখে যায়। এছাড়াও কুষ্টিয়া থেকে ট্রাকে করে বালু আনার সময় কোন লোকের কাছে বিক্রি করার আগে সেসব ট্রাক থেকে কিছু বালু নামিয়ে রেখে, বালু আবার সমান করে ক্রেতাকে দেওয়া হয়।
এ বিষয়ে বালু ব্যবসায়ী তরিকুল ইসলাম বলেন, আসলে ট্রাক থেকে বালু আমরা নামাই না। এখানে দালাল আছে যারা ট্রাক ধরে বালু বিক্রী করে তারাই নামিয়ে রেখে পরে হয়ত আামাদের কাছে বিক্রি করে দেয়।
ট্রলির গভীরতা ছোট করার বিষয়ে একাধিক বালু ব্যবসায়ী শিপন, শরিফুল, শফিকুল, করিমউল্লাহ, তরিকুলসহ প্রত্যেকে একে অপরের দোষ দিয়ে বলেন, অনেকদিন যাবৎ এখানে সবাই এভাবেই ব্যবসা করছে। এজন্য বাধ্য হয়ে আমরাও করছি। তা না হলে একা ট্রলি বড় করে ব্যবসা করতে পারবো না। সরকারি জমিতে বালু রাখার বিষয় জিজ্ঞাসা করলে, কেউই সদুত্তর দিতে পারেনি।
অবৈধ ভাবে সরকারী জমি দখল করে বালু রাখার বিষয়ে বেনাপোল পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর রাশিদা বেগম বলেন, রাস্তার জমি দখল করে অবৈধ ভাবে বালু রাখার বিষয়ে আমরা পূর্বেও ব্যবস্থা নিয়েছি। তবে বিষয়টি নিয়ে আমি আমার উর্ধতনদের সাথে কথা বলে পুনরায় ব্যবস্থা নিব।