নাটোরে ’উপায়’ মেগা ক্যাম্পেইন বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ
মো: রবিউল ইসলাম, (নাটোর):
নাটোরে ‘উপায়’ মেগা ক্যাম্পেইন বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে। বুধবার বিকেলে এ,এস ট্রেডার্স ‘উপায়’ ডিস্টিবিউশন হাউজে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন ‘উপায়’ এর এরিয়া ম্যানেজার খালেদুর রহমান এবং ডিস্টিবিউটর এ,এস ট্রেডার্স এর স্বত্বাধিকারী এবং নাটোর বণিক সমিতির সভাপতি ফরমান খান চৌধুরী ওরফে সৈকত চৌধুরী।
নাটোর এরিয়ার এজেন্টের মধ্যে জেলার সদর উপজেলার দিঘাপতিয়ার বিসমিল্লাহ স্টেশনারী স্টোর এর স্বত্বাধিকারী শাফিউর রহমান মেগা ক্যাম্পেইনে প্রথম হয়ে মোটরসাইকেল পুরস্কার ও সদর উপজেলার স্টেশন বাজারের স্কাই নেট এর স্বত্বাধিকারী হাফিজার রহমান তালুকদার সুজন মাইক্রো ওভেন পুরস্কার লাভ করেন।