ঠাকুরগাঁওয়ে নাইট কোচে অভিযানে ফেন্সিডিলসহ আটক- ১
ফরিদুল ইসলাম রঞ্জু, (ঠাকুরগাঁও) :
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার নেকমরদ বাজার নামক এলাকায় ঢাকাগামী পাটগ্রাম এক্সপ্রেস নাইট কোচে অভিযান চালিয়ে মশিবুর রহমান (৩৫) নামে এক মাদক কারবারি আটক সহ ১১১ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে ডিবি পুলিশ।
মঙ্গলবার (২৬ অক্টোবর) দিবাগত রাতে রাণীশংকৈল থানা এলাকার নতুন বাজারের নেকমরদ হাইওয়ে ফিলিং স্টেশন এর সামনের এলাকায় ঠাকুরগাঁও ডিবি পুলিশের এসআই নবিউল ইসলামের নেতৃত্বে এক চৌকষ দল মাদক বিরোধী অভিযান পরিচালনা করে মাদকসহ মাদক কারবারিকে আটক করতে সক্ষম হয়।
আটক মাদক কারবারি মশিবুর হরিপুর থানাধীন গেদুরা মরাধার গ্রামের শুকুরদি’র ছেলে।
আজ বুধবার (২৭ অক্টোবর) সকালে ১১১ বোতল ফেন্সিডিলসহ মাদক কারবারি আটকের বিষয়টি নিশ্চিত করেছেন জেলা ডিবি পুলিশের ওসি মোঃ মোসাব্বেরুল হক।
ডিবি পুলিশের এসআই নবিউল জানান, রুটিন ডিউটি পালনকালে গোপন সংবাদে জানতে পেরে রাণীশংকৈল থানা এলাকার নতুন বাজারের নেকমরদ হাইওয়ে ফিলিং স্টেশন এর সামনে তল্লাশী চৌকি বসানো হয়। এসময় রাণীশংকৈল থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা পাটগ্রাম এক্সপ্রেস (ঢাকা মেট্রো ব ১৩-১৭৪৬) নামক নাইট কোচে তল্লাশী কালে ১১১ বোতল ফেন্সিডিল উদ্ধার সহ মাদক কারবারি মশিবুর রহমানকে আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আটক মাদক কারবারির নামে রাণীশংকৈল থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।