পাথরঘাটা থানা পুলিশের তৎপরতায় নিখোঁজ দুই স্কুলছাত্রী উদ্ধার
এম.এস রিয়াদ, (বরগুনা) :
বরগুনার পাথরঘাটায় নিখোঁজ দুই স্কুলছাত্রীকে রাজবাড়ীর গোয়ালন্দ ঘাট এলাকা থেকে উদ্ধার করেছে পাথরঘাটা পুলিশ। মঙ্গলবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন পাথরঘাটা থানার অফিসার ইনচার্জ ওসি আবুল বাশার।
এর আগে সোমবার সকালে স্কুলে যাওয়ার কথা বলে আর বাসায় ফেরেনি ষষ্ঠ শ্রেণি পড়ুয়া ওই দুই স্কুলছাত্রী। পরে স্বজনরা থানায় সাধারণ ডায়েরি করলে পুলিশ বিষয়টি গুরুত্বের সাথে আমলে নেয়।
পুলিশ জানায়- ঢাকাগামী রাজিব পরিবহন করে তারা ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিল। খবর পেয়ে পুলিশ রাজীব পরিবহনের সুপারভাইজারের সাথে যোগাযোগ করে তাদের অবস্থান গোয়ালন্দ ফেরিঘাট নিশ্চিত করেন।
গোয়ালন্দ থানা পুলিশের সঙ্গে যোগাযোগ করলে তারা গোয়ালন্দ ঘাট থেকে সোমবার রাতেই ওই দুই স্কুলছাত্রীকে উদ্ধার করে গোয়ালন্দ থানায় নিয়ে আসেন।
পাথরঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল বাশার জানান- ওই দুই স্কুলছাত্রীর মধ্যে এক ছাত্রীর মা চট্টগ্রামে থাকেন। মূলত সেখানেই তাদের গন্তব্য ছিল। ওই ছাত্রীর সঙ্গে আরও এক ছাত্রী সোমবার পাথরঘাটা থেকে ছেড়ে যাওয়া রাজিব পরিবহনে উঠে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়।
এক ছাত্রীর বড় ভাই গতকাল সন্ধ্যায় রওনা হয়ে আজ বুধবার গোয়ালন্দ থানা থেকে তাদের নিয়ে আসার কথা জানিয়েছেন পাথরঘাটা থানার এই কর্মকর্তা।