হানিফ কোচের ধাক্কায় কিশোর নিহত
ফরিদুল ইসলাম রঞ্জু, (ঠাকুরগাঁও) :
ঠাকুরগাঁওয়ে হানিফ কোচের ধাক্কায় এক কিশোর নিহত হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ঠাকুরগাঁও গবিন্দ নগর এলাকার মোঃ ফিরোজের কিশোর ছেলে সিয়াম (১১) সোমবার (২৫ অক্টোবর) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ঠাকুরগাঁও বিসিক মোড় পার হচ্ছিলো। এসময় বালিয়াডাঙ্গী হতে আসা দ্রুতগামী হানিফ কোচ তাকে ধাক্কা দেয়।
গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ঠাকুরগাঁও সদর থানার ওসি তানভিরুল ইসলাম বলেন, ঘাতক কোচটিকে আটক করে রাখা হয়েছে।