সাম্প্রদায়িক হামলার বিরুদ্ধে নাটোরে মানববন্ধন
মো: রবিউল ইসলাম, (নাটোর):
বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের প্রতিবাদে নাটোরে মানবন্ধন ও সমাবেশ করেছে সম্প্রীতি বাংলাদেশ নামের একটি সংগঠন।
সোমবার (২৫ অক্টোবর) বিকালে নাটোর প্রেসক্লাবের সামনে সংগঠনের ব্যানারে এই কর্মসূচি পালন করা হয়। এ সময় তাদের সাথে একাত্মতা প্রকাশ করে মিলিত হয় আদিবাসী সমাজ উন্নয়ন সংস্থা ও নাটোর কেন্দ্রীয় মহাশ্মশান কমিটি।
মানববন্ধনে বক্তরা বলেন, বর্তমান সরকারের উন্নয়নকে বাধাগ্রস্থ করতে ও সকল ধর্মের মানুষের সম্প্রীতি বিনষ্ট করতে উঠেপড়ে লেগেছে একটা গোষ্ঠী। কিন্তু কোনভাবেই তাদের অসৎ উদ্দেশ্য সফল করতে দেওয়া হবেনা। এদেশের মানুষ একে অপরের জন্য সব সময় পাশে থাকে। কোন ভাবেই দেশের মানুষের সম্প্রীতি নষ্ট করতে দেওয়া হবেনা। বাংলাদেশ সম্প্রীতির দেশ।
মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সম্প্রীতি বাংলাদেশ নাটোর জেলা শাখার সভাপতি আব্দুস সালাম, সদস্য সচিব গোলক বিহারী পাল রিংকু, যুগ্ম আহবায়ক প্রভাতি রাণী বসাক প্রমুখ।