জামায়াতের কেন্দ্রীয় নেতাসহ আটক- ১৬
শামীম আলম, (জামালপুর) :
জামালপুরের বকশিগঞ্জ পৌরসভার সীমার পাড় এলাকার চর কাউরিয়া সীমার পাড় পুরাতন জামে মসজিদে বৈঠকের সময় জামায়াতের কেন্দ্রীয় নেতা সহ ১৬ জনকে আটক করেছে পুলিশ। বুধবার (২০ অক্টোবর) তাদের আটক করা হয়। একই সময় পুলিশ জামায়াতের কেন্দ্রীয় নেতার একটি প্রাইভেট কার আটক করেছে।
আটককৃতদের মধ্যে জামালপুর জেলা জামায়াতের আমির মোঃ নাজমুল হক, বকশিগঞ্জ উপজেলা জামায়াতের আমির মোঃ আরমান, কে আর আই মাদ্রাসার উপাধ্যক্ষ আদেল ইবনে আওয়ালসহ ঢাকা থেকে আগত আহসান নামে এক ব্যাক্তি রয়েছে।
বকশিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম সম্রাট জানান, আটক হওয়া ১৬ জনের নাম পরিচয় এখনো জানা যায়নি। কারন তারা সবাই তাদের নাম ও দলীয় পরিচয় সঠিকভাবে দিচ্ছে না।
তিনি আরো বলেন, তারা কি উদ্দেশ্যে বৈঠক করছিলো তা এখনও জানা যায় নি। আমরা তাদেরকে জিজ্ঞাসাবাদ করছি পরিচয় ও উদ্দেশ্য জানার জন্য। এসব তথ্য পেতে একটু সময় লাগবে। আটক ব্যাক্তিদের জিজ্ঞাসাবাদের পর পুলিশ সুপার মহোদয়ের নির্দেশক্রমে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।