দুর্গাপুর এমকেসিএম সরকারী বিদ্যালয়ে পালিত হয়নি শেখ রাসেল দিবস
এস.এম রফিকুল ইসলাম রফিক, (দুর্গাপুর) :
“দীপ্ত জয়োল্লাস, অদম্য আত্ম বিশ্বাস” এই প্রতিপাদ্যকে সামনে রেখে দুর্গাপুর উপজেলা প্রশাসনসহ বিভিন্ন সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান যথাযথ মর্যাদায় শেখ রাসেল দিবস ২০২১ পালন করলেও দুর্গাপুর এমকেসিএম সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে কোন অনুষ্ঠান মালার আয়োজন করা হয়নি।
মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বলেছেন “প্রজন্মের মাঝেই আমি আমার রাসেল কে খুঁজে পাই”। গণমানুষের আবেগ, অনুভূতি মিশ্রিত এবং একটা ভালোবাসার নাম হচ্ছে শেখ রাসেল। ছোট্র সোনামনি রাসেল। রাসেল বাঁচতে পারেনি। রাসেলকে বাঁচতে দেয়া হয়নি। বেঁচে থাকার অধিকার হরণ করে তাকে মেরে ফেলা হয়েছে। এটা বাঙ্গালী জাতির কলঙ্কজনক অধ্যায়। শিশুদের অধিকার প্রতিষ্ঠার চেতনাকে সামনে নিয়েই শেখ রাসেল দিবসের সূচনা হয়েছে বলে মনে করেন সচেতন মহল। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় এই গুরুত্ববহ দিনটিকে উদযাপনের জন্য কোন উদ্যোগ গ্রহন করেনি এমকেসিএম সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়। শুধুমাত্র দায় এড়ানোর জন্য ২জন ছাত্রের মাধ্যমে শেখ রাসেলের প্রতিকৃতিতে ১২ ইঞ্চি বাই ১২ ইঞ্চি মাপের একটি পুষ্পস্তবক দেয়ার জন্য উপজেলা চত্ত্বরে যান একজন শিক্ষক।
এই বিষয়ে স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আলমগীর হাসানের কাছে জানতে চাইলে তার ফোনটি বন্ধ পাওয়া যায়।