গাঁজাসহ মাদক সম্রাট জহরুল কসাই গ্রেপ্তার
শেখ সাঈদ আহম্মেদ সাবাব, (শেরপুর) :
শেরপুরের শ্রীবরদীতে পুলিশের মাদকবিরোধী অভিযানে ২ কেজি গাঁজাসহ আন্তঃজেলা মাদক ব্যবসায়ী চক্রের অন্যতম সদস্য জহরুল হক ওরফে জহুরুল কসাই (৪৫) কে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত জহুরুল কসাই চরশিমুলচুড়া এলাকার মোকসেদ আলীর ছেলে ।
পুলিশ জানায়, মাদকমুক্ত শেরপুর জেলা গড়ার প্রত্যয়ে পুলিশ সুপার হাসান নাহিদ চৌধুরির নির্দেশনায় জেলা পুলিশের নালিতাবাড়ী সার্কেলের সিনিয়র এএসপি আফরোজা নাজনীন এর তত্ত্বাবধানে রোববার গভীর রাতে শ্রীবরদী থানার এএসআই নজরুল ইসলামের গোপন তথ্যের ভিত্তিতে এস আই তাহেরুল ইসলামের নেতৃত্বে এ এস আই নজরুল ইসলাম সঙ্গীয় পুলিশের একটি অভিযানিক দল রোববার রাত দেড়টার দিকে ভেলুয়া ইউনিয়নের শিমুলচুড়া এলাকার মাহবুবের বাড়ির সামনে মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে গাজা বিক্রিকালে ২ কেজি গাঁজাসহ জহরল কসাইকে গ্রেপ্তার করে।
এ ঘটনায় এসআই তাহেরুল ইসলাম বাদী হয়ে সোমবার সকালে শ্রীবরদী থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করেছে।
শ্রীবরদী থানার ওসি দায়িত্বে থাকা পুলিশ ইন্সপেক্টর মো আবুল হাশিম, গ্রেফতারের সত্যতা স্বীকার করে বলেন,গ্রেপ্তারকৃত জহুরুল পুলিশের তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। সোমবার দুপুরে তাকে শেরপুর বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।