কুমিল্লায় কোরআন অবমাননার প্রতিবাদে ভোলায় বিক্ষোভ মিছিল
ইকরামুল আলম, (ভোলা) :
কুমিল্লায় মুসলমানদের পবিত্র ধর্মগ্রন্থের আল কোরআন অবমাননার প্রতিবাদ ও দোষীদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে ভোলায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে ভোলা শহরের কালিনাথ বাজার হাটখোলা মসজিদ চত্বরে ভোলার সর্বস্তরের মুসলিম তৌহিদী জনতার উদ্যোগে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে নতুন বাজার চত্বরে গিয়ে শেষ হয়।
প্রতিবাদ সভায় ভোলা জেলা মুসলিম ঐক্য পরিষদের সভাপতি মাওলানা আব্দুর রহমান খানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের জেলা সভাপতি মুফতি ইয়াছিন নবীপুরী, মুসলিম ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা মোবাশ্বিরুল হক নাঈম, ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলার সহসভাপতি মাওলানা আতাউর রহমান, ঈমান আক্বীদা সংক্ষণ কমিটির সাধারণ সম্পাদক মাওলানা তাজউদ্দিন ফারুকী, ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা মিজানুর রহমান, ইসলামী আন্দোলন ভোলা জেলার সাধারণ সম্পাদক সাধারণ সম্পাদক মাওলানা তরিকুল ইসলাম, মুফতি আহাম্মদ উল্যাহ, মাওলানা মীর মোহাম্মদ বেলায়েত হোসেন, মাওলানা আমিনুল হক নোমানী, মাওলানা আকতার হোসেন, মাওলানা আব্দুর রহমান চৌধুরী, এইচ এম ইব্রাহিম, মাওলানা ইউছুফ আদনান প্রমূখ।
প্রতিবাদ সভায় বক্তারা কুমিল্লায় পবিত্র কোরআন অবমাননার ঘটনায় দ্রুত তদন্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। একই সাথে সম্প্রতি সংবিধানে রাস্ট্রধর্ম ইসলাম নিয়ে মন্তব্য করায় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মো. মুরাদ হাসানের পদত্যাগ দাবি করেন।