পাল্টে গেল বিতর্কিত প্রার্থীর মনোনয়ন
মো: আব্দুস ছাত্তার, (ফুলবাড়িয়া) :
ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার ৬নং ফুলবাড়িয়া ইউনিয়নের বিতর্কিত প্রার্থী আতাহার আলীর মনোনয়ন বাতিল করা হয়েছে। ওই ইউনিয়নে নতুন করে প্রার্থী করা হয়েছে উপজেলা যুবলীগ, ছাত্রলীগের সাবেক সভাপতি ও বর্তমান জেলা পরিষদ সদস্য ত্যাগী নেতা মো. রুহুল আমিন কে।
বৃহস্পতিবার (১৪অক্টোবর) বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি শেখ হাসিনা এমপি স্বাক্ষরিত দলীয় মনোনয়ন মো. রুহুম আমিন হাতে পেয়েছেন শুক্রবার (১৫অক্টোবর) বিকালে। এ সময় প্রার্থী পরিবর্তনের একটি চিঠিও রুহুল আমিন কে দেওয়া হয়।
এর আগে শুক্রবার সকালে বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি শেখ হাসিনা এমপি স্বাক্ষরিত দলীয় মনোনয়ন নিয়ে নির্বাচন অফিসে মনোনয়ন ফরম জমা প্রদান করেন ঐ সময়কার প্রার্থী আতাহার আলী। এ সময় তার সঙ্গে ইউনিয়ন আওয়ামীলীগের দলীয় নেতা কর্মীরা সঙ্গে ছিলেন।
এদিকে পরিবর্তিত চিঠি ও দলীয় মনোনয়ন পত্র নিয়ে ১৫১, ময়মনসিংহ-৬ (ফুলবাড়িয়া) আসনের জাতীয় সংসদ সদস্য সরকারি প্রতিশ্রুতি সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি আলহাজ্ব মোসলেম উদ্দিন এডভোকেট এর ঢাকার বাসায় দেখা করেন তরুণ আওয়ামীলীগ নেতা মো. রুহুল আমিন।