শিরোনাম

South east bank ad

ভোলায় ছুরিকাঘাতে হোটেল ব্যবসায়ী নিহত

 প্রকাশ: ১৬ অক্টোবর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

ইকরামুল আলম, (ভোলা) :

ভোলা সদর উপজেলায় জাবেদ নামের এক মানুষিক ভারসাম্যহীনের ছুরিকাঘাতে আবুল বাশার (৫০) নামের হোটেল ব্যবসায়ী নিহত হয়েছে। এ সময় আবুল বাশারকে বাঁচাতে গিয়ে খলিল (৩০) নামের অপর এক ব্যাক্তি আহত হয়।এদের তিন জনের বাড়ি সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বাঁশতলা এলাকায়।

শনিবার বিকেলে উপজেলার নবীপুর বাঁশতলা এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, বাঁশতলা বাজারে বিকেলের দিকে মানুষিক ভারসাম্যহীন জাবেদ পাগলামি করছিল। এক পর্যায়ে রেস্টুরেন্টের মালিক আবুল বাশার তাকে থামানোর চেষ্টা করে। এ সময় জাবেদ হাতে থাকা ছুরি নিয়ে আবুল বাঁশারকে আঘাত করে। এদের দুই জনকে ছাড়াতে গিয়ে সেখানে থাকা খলিলও ছুরিকাঘাতে আহত হয়। পরে স্থানীয়রা আহত বাশার ও খলিলকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বাশারকে মৃত ঘোষণা করেন। আহত খলিল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এদিকে পুলিশ জানায়, ওই ঘটনার পর উত্তেজিত জনতা জাবেদকে গনপিটুনি দেয়। পরে পুলিশ তাকে আটক করে হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করেন।

ভোলা সদর মডেল থানার ওসি (তদন্ত) আরমান জানান, অভিযুক্ত জাবেদকে আটক করা হয়েছে। তবে তিনি সুস্থ না কি অসুস্থ্য ( মানুষিক ভারসাম্যহীন) তা পরীক্ষা নিরীক্ষার পর নিশ্চিত হওয়া যাবে। এ ব্যাপারা আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলেও জানান তিনি।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: