শিরোনাম

South east bank ad

লোকবল সংকটে বন্ধ হয়ে গেল আজিমনগর রেল স্টেশন

 প্রকাশ: ১৬ অক্টোবর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

মো: রবিউল ইসলাম, (নাটোর) :

লোকবল সংকটে বন্ধ হয়ে গেল নাটোরের আজিমনগর রেল স্টেশন। বৃহস্পতিবার আকস্মিকভাবে বন্ধ ঘোষণা করা হয় স্টেশনটি।

নাটোর রেল স্টেশনের স্টেশন মাস্টার অশোক চক্রবর্তী জানান, মাস্টার ও পয়েন্টসম্যান না থাকায় স্টেশনটির অফিসিয়াল কার্যক্রম বন্ধ করে স্টেশনের লাইনগুলো সরাসরি আব্দুলপুর ও ঈশ্বরদী বাইপাস স্টেশনের সাথে সংযুক্ত করে দেয়া হয়েছে। এর ফলে এ রুটে চলাচলকারী ট্রেনগুলো সিগন্যাল সমস্যায় পড়ে বিলম্বের শিকার হবে বলে জানান স্টেশন মাস্টার।

তবে নির্ধারিত ট্রেনগুলো ট্রেনে দায়িত্বরত কর্মকর্তাদের তত্বাবধানে স্টেশনে যাত্রী ওঠা নামা করাতে পারবে।

ব্রিটিশ আমলের এই ঐতিহ্যবাহী রেলস্টেশনটির কার্যক্রম বন্ধ ঘোষণা করায় ক্ষুদ্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে জনগুরুত্বপূর্ণ রেলস্টেশনটি পুনরায় চালুর দাবি করেন স্থানীয় এলাকাবাসী।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: