কুমিল্লার ঘটনায় নাটোরে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত
মো: রবিউল ইসলাম, (নাটোর):
কুমিল্লার ঘটনার প্রতিবাদে নাটোরে বিক্ষোভ সমাবেশ করেছে মুসলিম জনতা।
শুক্রবার দুপুর ২টার দিকে জুমআর নামাজ শেষে কেন্দ্রীয় জামে মসজিদের সামনে প্রতিবাদ সমাবেশ করে মুসল্লিরা।
পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কড়া প্রহরায় সেখান থেকে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি জেলা পরিষদ অডিটোরিয়াম হয়ে পুনরায় কেন্দ্রীয় মসজিদ চত্বরে গিয়ে প্রধান সড়কে পুনরায় প্রতিবাদ সমাবেশ ও দোয়া মাহফিলের মাধ্যমে শেষ হয়।
এসময় সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজান সবাইকে সরকারের প্রতি অস্থা রাখার আহবান জানান।