রংপুরে পরিত্যক্ত অবস্থায় সাড়ে ৩ কোটি টাকা দামের স্পোর্টস কার উদ্ধার
আমিনুল ইসলাম জুয়েল, (রংপুর) :
রংপুর নগরীর ধাপ এলাকার একটি বাড়ি থেকে সাড়ে ৩ কোটি টাকা দামের 'জাগুয়ার এক্স' মডেলের একটি স্পোর্টস কার উদ্ধার করেছে পুলিশ। ওই বাড়িটি পপুলার ডায়াগনেস্টিকের মালিক ডাক্তার মোস্তাফিজুর রহমানের। তবে তার পক্ষ থেকে গাড়িটির মালিকানা অস্বীকার করায়, প্রকৃত মালিককে খুঁজতে মাঠে নেমেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় মেট্রোপলিটন পুলিশের এডিসি (ডিবি ও মিডিয়া) সাজ্জাদ হোসেন গাড়ি উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, গাড়িটির বিষয়ে বিআরটিএ'র মাধ্যমে তথ্য নেওয়া হবে। যদি দেখি গাড়ির নম্বর প্লেট সঠিক আছে তাহলে অবশ্যই আমরা মালিকানা পেয়ে যাবো। আর যদি সঠিক না পাই তাহলে বুঝবো যে ভুয়া নম্বর প্লেট।
স্থানীয়রা জানান, বাড়িটি পপুলার ডায়াগনেস্টিকের মালিক ডাক্তার মোস্তাফিজুর রহমানের। তবে এই বাড়িতে সাধারণের প্রবেশাধিকার ছিল না। নির্দিষ্ট কিছু লোকজনেই এই বাড়িটিতে যাতায়াত করতেন।
পুলিশ জানায়, ডা. লুৎফে আলী রনি নামে এক ব্যক্তি ওই বাড়িটি দখলে রেখেছে এমন অভিযোগ পেয়ে তদন্তে যায় পুলিশ। এ সময় বাড়িটিতে পরিত্যক্ত অবস্থায় গাড়িটি দেখতে পেয়ে মালিকের নাম জানতে চায়। তবে রনি গাড়িটির মালিকানা অস্বীকার করেন। সাড়ে ৩ কোটি টাকা দামের 'জাগুয়ার এক্স' মডেলের স্পোর্টস কারটির নম্বর চট্রো মেট্রো ভ-১১-০০৩৯। এটি বুধবার সন্ধ্যায় উদ্ধারের পর পুলিশ হেফাজতে রয়েছে।
কোতয়ালী থানার এসআই মাহমুদুল হাসান বলেন, প্রাথমিক তদন্তে জানা গেছে রুবেল এন্টার প্রাইজ নামে চট্টগ্রামের এক ব্যক্তি গাড়টির মালিক। কিন্তু রংপুরে গাড়িটি কিভাবে এলো তা কেউ বলতে পারছেন না। বিষয়টি নিয়ে আমরা তদন্ত করছি।