শেখ হাসিনা স্বাক্ষরিত নৌকার টিকিট নিয়ে ফুলবাড়িয়ায় ভোটের মাঠে প্রার্থীরা
মো: আব্দুস ছাত্তার, (ফুলবাড়িয়া) :
স্থানীয় সরকার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি শেখ হাসিনা এমপি স্বাক্ষরিত দলীয় মনোনয়ন নিয়ে ভোটের মাঠে ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার ১৩ইউনিয়নের প্রার্থীরা। গতকাল বৃহস্পতিবার ঢাকা থেকে দলীয় মনোনয়ন পত্র নিয়ে নিজ নিজ এলাকায় এসেছেন। নৌকার টিকিট হাতে পেয়ে কেন্দ্রীয় কার্যালয়ে অনেকে নতুন-পুরাতন মিলে গ্রুপ ছবি তুলেছেন। শুভ কামনা জানিয়েছেন কেন্দ্রীয় কার্যালয়ে কর্মরত দলীয় নেতৃবৃন্দরাও।
এনায়েতপুর ইউনিয়নের মনোনিত নৌকার মাঝি মো. বুলবুল হোসেন বলেন, দল আমাকে ভালবেসে স্বাধীনতা ও উন্নয়নের প্রতিক নৌকা দিয়ে মাঠে পাঠিয়েছেন, তাদের ভালোবাসার মূল্যায়ন করতে চাই। আশাকরি এলাকাবাসীর সহযোগিতায় নৌকার বিজয়ী মাঝি হিসাবে উঠে আসব।
কুশমাইল ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মো. শামছুল হক বলেন, আওয়ামীলীগ করি, দলকে ভালোবাসি। দল আমাকে যে দাম দিয়েছে, আমি সেই দামের মূল্যায়ন করতে চাই।