রংপুর সিটি পার্কে সকল রাইড বিকল, মুখ ফিরিয়ে নিয়েছেন বিনোদনপ্রেমীরা
আমিনুল ইসলাম জুয়েল, (রংপুর) :
প্রতিষ্ঠার ৬ বছরের মধ্যে বেশীরভাগ রাইড বিকল হয়ে পড়েছে রংপুর সিটি চিকলি পার্কের। এসব বিকল রাইড নিয়েই চলছে পার্কটি। ফলে বর্তমান প্রজন্মের শিশু-কিশোরদের বিনোদনের চাহিদা পূরণ হচ্ছে না।
বৃহস্পতিবার (১৪ অক্টোবর) বিকালে সরেজমিনে দেখা যায়, শিশুদের জন্য নাগরদোলা, ঘূর্ণি দোলনা, সাঁজোয়া যান, গাড়ি, মেরিগোল্ড বিকল হয়ে পড়েছে। রক্ষণাবেক্ষণের অভাবে একটি স্পিডবোট ছাড়া সব রাইড বিকল। বিলের দুই পাশে গড়ে তোলা বসার আসনগুলো ভেঙে গেছে। পার্কে প্রায় আধা কিলোমিটার জুড়ে গড়ে ওঠা ট্রেন লাইন দীর্ঘদিন অব্যবহৃত থাকায় আশপাশে ঘাস গজিয়েছে। ট্রেনটি চালু না হওয়ায় শিশুরা ট্রেনে ওঠার স্বাদ থেকে বঞ্চিত হচ্ছে। অন্যদিকে পার্কের ভেতরের খুদে দোকানিরাও ব্যবসা গুটিয়ে নিয়েছেন।
খোঁজ নিয়ে জানা যায়, শত বছরের ঐতিহ্যবাহী চিকলি বিলে ২০১৫ সালে ৯২ একর জমির ওপর পার্কটি নির্মাণ করা হয়। শুরু থেকেই পার্কটির রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করছে রংপুর সিটি করপোরেশন। প্রাচীন এই চিকলি বিলের চারপাশ সংরক্ষণ করে পুরো এলাকাটিকে বিনোদন পার্ক হিসেবে সাজানো হয়। বিলের জলতরঙ্গ আর সবুজ বৃক্ষের সমারোহ ঘিরে শুরুর দিকে চিত্তবিনোদন পিপাসু মানুষদের ব্যাপক উৎসাহ উদ্দীপনা ছিল।
মনোরম পরিবেশে দৃষ্টিনন্দন সব রাইড মন কেড়েছিল শিশু-কিশোরসহ সব বয়সী মানুষদের। প্রতিদিন দূরের ও কাছের হাজারো দর্শনার্থী ভিড় করতেন এই পার্কে। কিন্তু এখন চিত্র পুরোটাই উল্টো। দীর্ঘ ছয় বছর ধরে এই পার্কে বিনোদনপ্রেমীদের আকৃষ্ট করতে নতুন কোনো অবকাঠামো নির্মাণ করা হয়নি। বরং শুরুতে যা ছিল, তার সবই এখন স্মৃতি।
পার্কটিতে ঘুরতে আসা হাসান আল সাকিব বলেন, 'প্রথম দিকে পার্কে চিত্তবিনোদন পিপাসু মানুষের উপচেপড়া ভিড়ের পাশাপাশি পরিবেশও ভালো ছিল। এখন রাইডগুলো সব নষ্ট হয়ে পড়ে আছে। দীর্ঘদিন ধরে কোনো সংস্কারকাজ না হওয়ায় বসার জায়গাগুলোও নষ্ট।'
পরিবার নিয়ে ঘুরতে আসা সাদেকুল ইসলাম বলেন, 'শিশুদের জন্যই পার্কে আসতে হয়। অথচ শিশুদের সকল রাইড বিকল হয়ে পড়ে রয়েছে। এসব দ্রুত সংস্কার করা প্রয়োজন।'
রংপুর সিটি করপোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা বলেন, 'পার্কটি সংস্কারের জন্য নতুন করে উদ্যোগ নেয়া হয়েছে। শিশু-কিশোরদের ব্যবহার উপযোগী করে রাইডগুলো সংস্কার করা হবে। এছাড়া ছেলে ও মেয়েদের জন্য দুটি সুইমিংপুল নির্মাণ কাজ শুরু করা হয়েছে।'