শিরোনাম

South east bank ad

শরীয়তপুরে দাবা খেলা টুর্নামেন্টের উদ্বোধন

 প্রকাশ: ১৪ অক্টোবর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

মোঃ রোমান আকন্দ, (শরীয়তপুর) :

মুজিবশতবর্ষ উপলক্ষে শরীয়তপুরে তিন দিনব্যাপী দাবা লীগ-২০২১ শুরু হয়েছে। প্রতিযোগিতায় জেলার ১০টি দল অংশগ্রহণ করছে। এছাড়া প্রতিটি দলের সাথে থাকবেন ছয়জন করে প্লেয়ার জেলা পুলিশের আয়োজনে জেলা ক্রীড়া সংস্থার পরিচালনায় বৃহস্পতিবার (১৪ অক্টোবর) দুপুর ১টায় পুলিশ লাইন্স ড্রিল সেডে টুর্নামেন্ট উদ্বোধন করেন পানিসম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম এমপি।

পুলিশ সুপার এসএম আশরাফুজ্জামানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন,শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য ইকবাল হোসেন অপু, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সাখাওয়াত হোসেন।

আরও বক্তব্য রাখেন সিভিল সার্জন আব্দুল্লাহ আল মুরাদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অনল কুমার দে ও নড়িয়া পৌরসভার মেয়র অ্যাডভোকেট আবুল কালাম আজাদ।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: