৩ দিন ব্যাপি বায়োফ্লক পদ্ধতিতে মাছ চাষ বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন
নুর উদ্দিন সুমন, (হবিগঞ্জ) :
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় স্থানীয় সরকার বিভাগ ও জাইকার অর্থায়নে উপজেলা পরিষদ এর আয়োজনে উপজেলা মৎস্য দপ্তর এর কারিগরি সহায়তায় উপজেলা সম্মেলন কক্ষে ১২ অক্টোবর থেকে ১৪ অক্টোবর পর্যন্ত ৩ দিন ব্যাপি বেকার সমস্যা দূরীকরণের লক্ষ্যে বায়োফ্লক পদ্ধতিতে মাছ চাষ”বিষয়ক এক প্রশিক্ষন সম্পন্ন হয়েছে।
প্রশিক্ষণের শুভ উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর ।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন চুনারুঘাট উপজেলা নির্বাহী অফিসার সিদ্ধার্থ ভৌমিক, ভাইস চেয়ারম্যান লুৎফুর রহমান মাহলদার, আবিদা খাতুন, উপজেলা মৎস্য অফিসার মো: জাকির হোসেন পিআইও প্লাবন পাল। (ইউ ডি এফ) মো: আব্দল্লাহ আল মামুন, তিনদিন ব্যাপী এই প্রশিক্ষণে মৎস্য অধিদপ্তর হবিগঞ্জ জেলা ও উপজেলা পর্যায়ের অভিজ্ঞ কর্মকর্তাবৃন্দ প্রশিক্ষণ প্রদান করেন। প্রশিক্ষণের তৃতীয় দিনে প্রশিক্ষণার্থীদের ব্যবহারিক বিষয়ে হাতে কলমে বায়োফ্লক পদ্ধতিতে মাছ চাষ বিষয়ক জ্ঞান আহরণের জন্য চুনারুঘাট উপজেলার একটি বায়োফ্লক ফার্ম পরিদর্শন করা হয়। প্রশিক্ষণে ৩০ জন প্রশিক্ষণার্থী অংশ গ্রহণ করেন।