বস্তুনিষ্ঠ সত্য সংবাদ পরিবেশন করতে হবে : সম্পাদক ইউছুফ হোসেন
মফস্বল ডেস্ক :
শুধু সংবাদ নয় সত্য বস্তুনিষ্ঠ সত্য সংবাদ পরিবেশনের মাধ্যমে দেশ ও দেশের উন্নয়নে সাংবাদিকদের ভূমিকা রাখার আহবান জানিয়েছেন জনপ্রিয় অনলােইন নিউজ পোর্টাল bdfinancialnews24.com-এর সম্পাদক মোঃ ইউছুফ হোসেন।
বুধবার বিকেলে bdfinancialnews24.com-এর মফস্বল কাযালয় পরিদর্শনে এসে মতবিনিময়কালে তিনি আরো বলেন, তথ্য প্রযুক্তির এ সময়ে অনলাইন সাংবাদিকতা অনেক এগিয়ে রয়েছে। সবার আগে সবশেষ সংবাদটি পাঠকের নজরে পৌছে দেওয়ার লক্ষ নিয়ে কাজ করছে এ পরিবারটি। সময়ের চাহিদা অনুযায়ী bdfinancialnews24.com-কে আরো গতিশিল করতে বিভিন্ন পদক্ষেপের কথাও এসময় তিনি উল্লেখ করেন।
মফস্বল কার্যালয় পরিদর্শনে আসলে bdfinancialnews24.com-এর মফস্বল সম্পাদক এইচ এম জোবায়ের হোসাইন সম্পাদককে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন।
এসময় উপস্থিত ছিলেন, bdfinancialnews24.com-এর ময়মনসিংহ ব্যুরো প্রধান মো. নজরুল ইসলাম, গফরগাঁও প্রতিনিধি এইচ কবীর টিটু, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাবেক সভাপতি মেহেদী জামান লিজন, ত্রিশাল প্রতিনিধি আব্দুল্লাহ আল ফাহাদ, স্টাফ রির্পোটার জান্নতুল নাইম প্রমূখ।

এসময় ত্রিশাল বার্তা পত্রিকার সম্পাদক ও প্রকাশক শামীম আজাদ আনোয়ারের সম্পাদনায় প্রকাশিত ‘ত্রিশালের ইতিহাস ও ঐতিহ্য’ স্মারক গ্রন্থটি bdfinancialnews24.com-এর সম্পাদক মোঃ ইউছুফ হোসেনকে উপহার হিসেবে তোলে দেন। ময়মনসিংহ বিভাগীয় সাংবাদিক কল্যাণ সমিতির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান রেজাউল করীম বাদল প্রমূখ উপস্থিত ছিলেন।