আবদুল গাফফার চৌধুরীর রোগমুক্তি ও সুস্থতা কামনা করলেন পররাষ্ট্রমন্ত্রী
যুক্তরাজ্য প্রবাসী বর্ষীয়ান লেখক, সাংবাদিক ও জনপ্রিয় কলামিস্ট আবদুল গাফফার চৌধুরীর আশু রোগমুক্তি ও সুস্থতা কামনা করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আবদুল মোমেন।
ন্যাম সম্মেলনে যোগদানের জন্য সার্বিয়া সফররত পররাষ্ট্রমন্ত্রী গতকাল মঙ্গলবার এক বার্তায় বলেন, নিউমোনিয়া ও আর্থ্রাইটিসসহ অন্যান্য জটিলতার কারণে হাসপাতালে চিকিৎসাধীন গাফফার চৌধুরীকে সৃষ্টিকর্তা যেন দ্রুত আরোগ্য ও পরিপূর্ণ সুস্থতা দান করেন। একইসঙ্গে তিনি জনপ্রিয় এ কলামিস্টের রোগমুক্তির জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
আবদুল গাফফার চৌধুরী নিউমোনিয়া জটিলতায় গত ৬ অক্টোবর বুধবার থেকে হাসপাতালে ভর্তি রয়েছেন। তাকে অক্সিজেন দিয়ে রাখা হয়েছে। তার আর্থ্রাইটিসসহ অন্য শারীরিক জটিলতাও রয়েছে। সূত্র : বাসস