পৌরসভার নির্বাহী প্রকৌশলীর ল্যাপটপ গায়েব!
মশিউর রহমান কাউসার, (গৌরীপুর) :
ময়মনসিংহের গৌরীপুর পৌর শহরে অবস্থিত জেলা পরিষদ ডাকবাংলো থেকে গৌরীপুর পৌরসভার নির্বাহী প্রকৌশলী মোঃ আবু রায়হানের ল্যাপটপ রহস্যজনকভাবে গায়েব হয়ে গেছে। সোমবার (১১ অক্টোবর) দিনগত রাতে এ ঘটনাটি ঘটে।
বিষয়টি নিশ্চিত করেন পৌরসভার নির্বাহী প্রকৌশলী মোঃ আবু রায়হান জানান, বর্তমানে তিনি গৌরীপুর পৌরসভা সংলগ্ন জেলা পরিষদ ডাকবাংলোতে নিচতলায় ৫নং কক্ষে অবস্থান করছেন। ডাকবাংলোতে সোমবার রাত ১০টার দিকে কাজ শেষে ঈঙগচঅছ পড়ৎব-৪র মডেলের ল্যাপটপটি টেবিলে রেখে দরজা-জানালা বন্ধ করে তিনি ঘুমিয়ে পড়েন। পরে ওইদিন রাত ৪টার দিকে প্রকৃতির ডাকে ঘুম থেকে ওঠে দেখেন ল্যাপটপটি নির্দিষ্ট টেবিলে নেই।
এ ঘটনায় মোঃ আবু রায়হান মঙ্গলবার গৌরীপুর থানায় একটি সাধারণ ডায়রী করেছেন।