শরণখোলায় বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক সভা
এস এম সামছুর রহমান, (বাগেরহাট) :
বাগেরহাটের শরণখোলায় বাল্যবিবাহ প্রতিরোধে ইমাম ও কাজিদের নিয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয় । সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা খাতুনে জান্নাতের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন শরণখোলা উপজেলা পরিষদের চেয়ারম্যান রায়হান উদ্দিন শান্ত।
সভায় রায়েন্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলন, ধানসাগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ময়নুল হোসেন টিপু,খোন্তাকাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন খান মহিউদ্দিন,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ নুরুজ্জামান খান,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আব্দুল হাই ও চার ইউনিয়নে কর্মরত কাজি ও ইমামগন উপস্থিত ছিলেন।
সভায় করোনাকালীন বন্ধ থাকা স্কুল,মাদরাসার শিক্ষার্থীদের বাল্যবিবাহ রোধে করনীয় বিষয় নিয়ে আলোচণা করা হয়।