৩য় শ্রেণির ছাত্রীকে ইভটিজিং করায় বখাটের কারাদন্ড
নুর উদ্দিন সুমন, (হবিগঞ্জ):
হবিগঞ্জ জেলার নবীগঞ্জে ৩য় শ্রেণির এক ছাত্রীকে ইভটিজিং করায় মোঃ মিয়াদ মিয়া (২৫) নামে এক বখাটে যুবকের ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড হয়েছে। সে নবীগঞ্জ উপজেলার ঝিলকা গ্রামের গউস মিয়ার ছেলে।
(১১ অক্টোবর) এ তথ্য নিশ্চিত করেন নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শেখ মহি উদ্দিন। এর আগে দুপুরে ৮ বছর বয়সী ৩য় শ্রেণির স্কুল ছাত্রীকে ইভটিজিং করেন মোঃ মিয়াদ মিয়া। পরে দন্ডবিধি ১৮৬০ এর ৫০৯ ধারার অপরাধের দায়ে দোষ স্বীকার ও সাক্ষীর ভিত্তিতে মোবাইল কোর্টের মাধ্যমে মোবাইল কোর্ট আইন ২০০৯ এর ৭(২) ধারা মতে দোষী সাব্যস্ত করে মোঃ মিয়াদ মিয়াকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শেখ মহি উদ্দিন।
মোবাইল কোর্ট চলাকালে আইনশৃঙ্খলা রক্ষা ও প্রসিকিউশন সহায়তা প্রদান করেন নবীগঞ্জ থানার এসআই লুৎফর রহমানের নেতৃত্বে একদল পুলিশ।