শিরোনাম

South east bank ad

প্রধানমন্ত্রীর জন্মদিন নিয়ে কটুক্তি করায় যুবক গ্রেপ্তার

 প্রকাশ: ১১ অক্টোবর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

শামীম আলম, (জামালপুর) :

জামালপুরের বকশীগঞ্জে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন নিয়ে কটুক্তি করায় শরিফ মিয়া (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
সোমবার দুপুর ১ টার দিকে নিলাখিয়া ইউনিয়নের নিলাখিয়া বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত শরিফ মিয়া নিলাখিয়া পশ্চিম পাড়া গ্রামের ধলা মিয়ার ছেলে।

জানা যায় , ২৮ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে শরিফ মিয়া সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজ আইডি থেকে ''আজ একটা দাজ্জালের জন্মদিন গেল, বাংলাদেশে'' শিরোনামে স্ট্যাটাস দেন। এই স্ট্যাটাসের পর এলাকায় মিশ্র প্রতিক্রিয়া শুরু হলে, এনিয়ে পুলিশ তাকে গ্রেপ্তার করেন।

বকশীগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম সম্রাট জানান , গ্রেপ্তারকৃত শরিফ মিয়াকে থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে যথাসময়ে কোর্টে পাঠানো হবে।

এনিয়ে বকশীগঞ্জ থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানান ওসি শফিকুল ইসলাম সম্রাট।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: