বাগেরহাটে বেগুন চাষে মাঠ দিবস অনুষ্ঠিত
এস এম সামছুর রহমান, (বাগেরহাট) :
বাগেরহাটের ফকিরহাট বেগুন চাষে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে ফকিরহাট উপজেলার অর্গানিক বেতাগা এলাকায় উপজেলা কৃষি অফিসের আয়োজনে এসএসিপি প্রকল্পের আওতায় এই মাঠ দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ফকিরহাট উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ নাছরুল মিল্লাত।
বেতাগা ইউপি চেয়ারম্যান ইউনুস আলীর সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষন কর্মকর্তা নয়ন সেন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা প্রদীপ কুমার মন্ডল, বিপুল পাল, সোলায়মান মন্ডল প্রমুখ।
বক্তারা বলেন, অর্গানিক পদ্ধতিকে বেগুন চাষে কৃষক বেশি লাভবান হচ্ছে। এখন আগের মত কৃষক বেগুনের জমিতে বিষ প্রয়োগ করে না। তাই বেগুনের চাহিদা বাজরেও অনেক বেশি।