৭’শ পরিযায়ী পাখি অবমুক্ত করলেন ছাত্রলীগ নেতা
মো: রবিউল ইসলাম, (নাটোর):
নাটোরের গুরুদাসপুর থেকে ঢাকা চালান হওয়ার পথে রবিবার সন্ধ্যা সাতটার দিকে মশিন্দা নামক স্থানে ৭০০ পরিযায়ী পাখিকে উদ্ধার করে অবমুক্ত করেছেন উপজেলা ছাত্রলীগ সভাপতি আতিয়ার রহমান বাঁধন। পাটের বস্তায় ভরে তিনটি ভ্যানগাড়িতে করে ওই পাখিগুলো নিয়ে যাওয়ার সময় আটক করা হয়। পাখিগুলো অবমুক্ত করার সময় অপরাধীরা পালিয়ে যায়।
বাঁধন জানান, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক নাজমুল হাসান, মশিন্দা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শিহাব উদ্দিন ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সহ স্থানীয়দের সহায়তায় এত বড় চালান আটক করা সম্ভব হয়েছে । এসময় বাঁধন স্থানীয়দের প্রশংসার জোয়ারে ভাসছিলেন।
জানা যায়, শীতের আগমনী বার্তা নিয়ে যখন বন্যার পানি দ্রুত কমতে থাকে তখন বকসহ বিভিন্ন পরিযায়ী পাখি চলনবিলের আশেপাশে দলবেঁধে আসতে থাকে। তখন হায়েনার মতো ওত পেতে থাকা শিকারিরা ফাঁদ দিয়ে পাখি শিকার করে। মায়াবী পাখিগুলো গুরুদাসপুর এলাকা হয়ে রাতের অন্ধকারে ঢাকায় চালান দেয় একটি চক্র। এলাকার চিহ্নিত কতিপয় ব্যক্তি অপরাধ জেনেও টাকার লোভে পাখি শিকার করে থাকেন। পরিবেশের ভারসাম্য রক্ষাকারী পাখিদের বাঁচাতে এবং অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট প্রশাসনের কাছে জোর দাবি জানিয়েছেন এলাকাবাসী।