সুবিধা বঞ্চিত শিশুদের নিয়ে অপরাজেয় বাংলাদেশের সাংস্কৃতিক অনুষ্ঠান
শামীম আলম, (জামালপুর) :
জামালপুর পৌরসভার পূর্ব ফুলবাড়ীয়ার শেরপুর বাইপাস রোডে অবস্থিত অপরাজেয় বাংলাদেশের সুবিধা বঞ্চিত শিশুদের নিয়ে ক্রীড়া প্রতিযোগীতা, সাংস্কৃতিক, রচনা লেখা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ ১০ই অক্টোবর রোববার রাতে প্রতিষ্ঠানের নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজসেবক ও প্রথম শ্রেণির ঠিকাদার এস. এম মোয়াজ্জেম হোসেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফারজানা ইয়াসমিন লিটা। অপরাজেয় বাংলাদেশ জামালপুরের কেন্দ্র ব্যবস্থাপক মোঃ আশরাফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন ৮নং ওয়ার্ড আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ রুকনুজ্জামান, জাতীয় শ্রমিকলীগ জামালপুর শহর শাখার ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক বদরুল আলম বাবলা। এছাড়া বক্তব্য দেন শিক্ষক নুরজাহান ও আব্দুল মোতালেব বাদল প্রমুখ। অনুষ্ঠানের প্রধান অতিথি ফারজানা ইয়াসমিন লিটা বলেন শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ তাই তোমাদের আগামীর পথচলায় তোমাদের ভালো ভাবে পড়ালেখা করে এগিয়ে যেতে হবে।
অনুষ্ঠান শেষে প্রধান অতিথিকে বঙ্গবন্ধুর উপর লিখা স্থপতি শেখ মুজিব, লেখক এস,এম মোয়াজ্জেম হোসেনের বইটি উপহার দেয়া হয়।