ডাক বিভাগের গাড়ী সড়ক দূর্ঘটনার কবলে, আহত- ৫
শামীম আলম, (জামালপুর) :
বাংলাদেশ ডাক বিভাগ, জামালপুর ডাক বিভাগের গাড়ীটি দেওয়ানগঞ্জ যাওয়ার পথে দূর্ঘটনা ঘটে। জামালপুর মেলান্দহের মহাসড়ক মেলান্দহ পৌরসভার সাবেক কাউন্সিলর দুলালের ইটভাটার সামনে আজ ১০ অক্টোবর এই দূর্ঘটনা ঘটে। দূর্ঘটনা অবস্থায় গাড়ীতে থাকা ডাক বিভাগের কর্মরত ৫ জন কর্মচারি গুরুতর আহত হয়। আহতরা জামালপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
জানাগেছে, গাডীতে করে যত্নপ্রকল্পের টাকা নিয়ে দেওয়ানগঞ্জের উদ্দেশ্যে যাচ্ছিল। চলন্ত গাড়ীর সামনের ডান চাকা ব্রাষ্ট হয়ে গাড়ীটি রাস্তা থেকে রাস্তার পূর্ব পাশ্বে নেমে যায়।