শিরোনাম

South east bank ad

গৌরীপুরে চার গাঁজাসেবীর সাজা

 প্রকাশ: ১০ অক্টোবর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

মশিউর রহমান কাউসার, (গৌরীপুর) :

ময়মনসিংহের গৌরীপুরে ভ্রাম্যমাণ আদালতে স্থানীয় চার যুবককে গাঁজাসেবন ও সংরক্ষণের দায়ে জেল-জরিমানা করা হয়েছে। রবিবার (১০ অক্টোবর) অভিযান চালিয়ে তাদেরকে হাতেনাতে ধরে এ দন্ড দেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান মারুফ।

দন্ডপ্রাপ্তরা হল- পৌরসভার মাছুয়াকান্দা এলাকার মৃত আরশেদ আলীর ছেলে মিন্টু মিয়া (৩৫), উত্তর বাজার দাড়িমহাল এলাকার মৃত আবুল খালেকের ছেলে সুমন (৩৫), গোলকপুর এলাকার মরযত আলীর ছেলে রকি মিয়াকে (২০) ও ২নং গৌরীপুর ইউনিয়নের পশ্চিম কোনাপাড়া গ্রামের আব্দুল মালেকের ছেলে মোখলেছ (২০)। অভিযানে সার্বিক সহযোগিতা করেন ময়মনসিংহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর 'খ' সার্কেলের পরিদর্শক চন্দন গোপাল সুর ও অন্য সদস্যরা।

ইউএনও’র কার্যালয়ের অফিস সহকারী মোঃ রইছ উদ্দিন এ বিষয়ে নিশ্চিত করে জানান, গাঁজা সেবন ও সেবনের উদ্দেশ্যে সংরক্ষণ করার অপরাধে মিন্টুকে আট মাসের বিনাশ্রম কারাদন্ড ও ১ হাজার টাকা জরিমানা, সুমনকে পাঁচ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ৫শ টাকা জরিমানা, মোখলেছকে চার মাসের কারাদন্ড ও ৩শ টাকা জরিমানা ও রকিকে তিন মাসের কারাদন্ড ও ৩শ টাকা অর্থদন্ড দেয়া হয়েছে।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: