সারিয়াকান্দি উপজেলা ও সোনাতলা পৌরসভা নির্বাচনে ৪ মনোনয়ন পত্র দাখিল
প্রদীপ মোহন্ত, (বগুড়া) :
বগুড়ার সারিয়াকান্দি উপজেলা পরিষদের উপনির্বাচনে চেয়ারম্যান পদে ১ জন এবং সোনাতলায় পৌরসভা নির্বাচনে মেয়র পদে ৩ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। গতকাল রোববার তারা রিটানিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র দাখিল করেন।
সারিয়াকান্দি উপজেলা চেয়ারম্যান পদের উপনির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী রেজাউল করিম মন্টু সারিয়াকান্দিতে এবং সাবেক উপজেলা চেয়ারম্যান আওয়ামী লীগের বহিস্কৃত নেতা শাহজাহান আলী তালুকদার বগুড়া জেলা নির্বাচন অফিসে বিদ্রোহী প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র জমা দিয়েছেন।
সোনাতলা পৌরসভায় মেয়র পদে ৩ জন ও কাউন্সিলর পদে ৪০ এবং নারী কাউন্সিলর পদে ১১জনসহ ৫৪ জন মনোনয়নপত্র দাখিল করেছেন।
মেয়র পদের তিন জন প্রার্থী হলেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শাহিদুল বারী খান রব্বানী বর্তমান মেয়র ও জেলা আওয়ামী লীগের সদস্য বিদ্রোহী প্রার্থী জাহাঙ্গীর আলম আকন্দ নান্নু, ও সাবেক সংসদ সদস্য ডা. হাবিবুর রহমানের ছোট ছেলে বিএনপিনেতা একেএম শাকিল রেজা বাবলা স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র দাখিল করেন।
সোনাতলা উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার আশরাফ আলী জানান, গতকাল ছিল মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। প্রার্থীরা সকাল থেকে একের পর এক অফিসে এসে মনোনয়ন পত্র দাখিল করেন। মনোনয়ন পত্র দাখিলের সময় কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আগামী ২ নভেম্বর ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।