রাজশাহীতে আরজেএফ'র মতবিনিময় সভা
আমজাদ হোসেন শিমুল, (রাজশাহী ব্যুরো) :
রাজশাহীতে রুর্যাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আরজেএফ) রাজশাহী জেলা শাখার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।শনিবার (৯ অক্টোবর) শিরোইল বাস টার্মিনাল সংলগ্ন পূবালী মার্কেট দ্বিতীয় তলায় এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সংগঠনটির চেয়ারম্যান এস এম জহিরুল ইসলাম।এসময় বিশেষ অতিথি ছিলেন- আরজেএফ এর ভারপ্রাপ্ত মহাসচিব আল আমিন শাওন ও বিভাগীয় সাংগঠনিক সমন্বয়ক রোমান আকন্দ।
মতবিনিময় সভায় অন্যদের মধ্যে রাজশাহী জেলা শাখা আরজেএফ এর সভাপতি শাহিনুর রহমান সোনা, সাধারণ সম্পাদক আল আমিন হোসেন, সাংগঠনিক সম্পাদক সাগর নোমানী, সাহিত্য সম্পাদক ওলিউল্লাহ, সদস্য আরিফ, টিপু সুলতান, সাহবুদ্দিন, শাহালাল, রাইসুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। সভা শেষে আরজেএফ নেতৃবৃন্দের মাঝে ভয়েস বিতরণ করা হয়।