রামেক হাসপাতালের করোনা ওয়ার্ডে আবারও বাড়ল মৃত্যু
আমজাদ হোসেন শিমুল, (রাজশাহী ব্যুরো) :
রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে ২৪ ঘণ্টায় আরও ছয়জনের মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার (০৯ অক্টোবর) সকাল ৮টা পর্যন্ত সময়ের মধ্যে তাঁদের মৃত্যু হয়। এর আগের দিন শুক্রবার (০৮ অক্টোবর) হাসপাতালের করোনা ওয়ার্ডে চারজন মারা গিয়েছিল।
রােেমক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বিষয়টি নিশ্চিত করে জানান, ২৪ ঘণ্টায় রাজশাহী, নাটোর ও নওগাঁর দুজন করে মারা গেছেন। এর মধ্যে নাটোরের একজন করোনা পজিটিভ ছিলেন। অন্য পাঁচজন মারা গেছেন করোনার উপসর্গে। তাঁদের নমুনা পরীক্ষা হয়নি। মৃতদের মধ্যে দুজন পুরুষ ও চারজন নারী। চলতি মাসে এ নিয়ে রামেক হাসপাতালের করোনা ইউনিটে র৩০ জনের মৃত্যু হলো।
হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী আরও জানান, গত ২৪ ঘন্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ১৬ জন। ছাড়পত্র পেয়েছেন নয়জন। শনিবার সকাল ৮টা পর্যন্ত হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি ছিলেন ৮৮ জন। হাসপাতালে করোনা ডেডিকেটেড শয্যা ১৯২টি।
আগের দিন শুক্রবার রাজশাহী জেলার মোট ২০৭টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে ১৩ জনের দেহে করোনাভাইরাসের উপস্থিতি মিলেছে। সংক্রমণের হার ৬ দশমিক ২৮ শতাংশ।