শিরোনাম

South east bank ad

বঙ্গোপসাগরে পাথর বোঝাই লাইটার জাহাজ ডুবি, ১০ নাবিক উদ্ধার

 প্রকাশ: ০৯ অক্টোবর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

এস এম সামছুর রহমান, (বাগেরহাট) :

বঙ্গোপসাগরে সুন্দরবনের দুবলার মোংলা বন্দরের ফেয়ারওয়ে বয়া এলাকায় ১২০০ মেট্রিক টন পাথর নিয়ে ডুবে গেছে এমভি বিউটি অব লোহাগড়া-২ নামে একটি লাইটার কার্গো জাহাজ।

শনিবার (৯ অক্টোবর) ভোর রাতে মোংলা বন্দরের চ্যানেল এলাকায় তলা ফেটে ডুবে যায় জাহাজটি। এসময় ওই লাইটার কার্গো জাহাজ জাহাজের এসওএস (সেভ এন্ড সোল) বার্তা পেয়ে দূর্ঘটনাস্থলে ছুটে গিয়ে ভাসমান অবস্থায় ১০ নাবিককে জীবিত উদ্ধার করেছে কোস্টগার্ড। ডুবে যাওয়া লাইটার কার্গো জাহাজ বিউটি অব লোহাগড়া-২ এর মালিক খুলনার সাদেক হোসেন বলে জানিয়েছে কোস্টগার্ড।

মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার মাষ্টার কমান্ডার শেখ ফখর উদ্দিন ও মোংলা কোস্টগার্ড পশ্চিম জোনের সদর দপ্তরের গোয়েন্দা কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো. হাসানুজ্জামান জানান, মোংলা বন্দরেরর বাইরে বঙ্গোপসাগরে সুন্দরবন উপকূলে ফেয়ারওয়ে বয়া এলাকায় অবস্থান করা সিঙ্গাপুরের পতাকাবাহী এমভি সাগর রতন জাহাজ থেকে ১২০০ মেট্রিক টন পাথর নিয়ে খুলনার উদ্দেশ্য যাচ্ছিল এমভি বিউটি আব লোহাগড়া- ২ লাইটার লাইটার জাহাজ। পথে ভোররাতে মোয়লা বন্দর চ্যানেলের সুন্দরবনের দুবলারচর এলাকায় তলা ফেটে ডুবতে থাকে ওই লাইটার কার্গো জাহাজটি। এসময় ওই লাইটার কার্গো জাহাজ জীবন রক্ষায় সর্বশেষ বার্তা এসওএস (সেভ এন্ড সোল) পেয়ে সুন্দরবনের দুবলা ক্যাম্পের কোস্টগার্ড সদস্যরা দূর্ঘটনাস্থলে ছুটে গিয়ে ভাসমান অবস্থায় ১০ নাবিককে জীবিত উদ্ধার করে। এরপর উদ্ধারকৃত ১০ নাবিককে কোস্টগার্ডের দুবলা ক্যাম্পে নিয়ে গিয়ে প্রাথমিক চিকিৎসা ও সকালের খাবার খাইয়ে সুস্থ্য করে মোংলাগামী অন্য একটি লাইটার কার্গো জাহাজ এমভি দেশ দিগন্তে উঠিয়ে দেয়। উদ্ধারকৃত ওইসব নাবিকদের বাড়ী দেশের বিভিন্ন জেলায়।

এর আগে শুক্রবার (৮ অক্টোবর) দুপুরে মোংলা বন্দরের পশুর চ্যানেলে সুন্দরবনের অপর পাড়ে কানাইনগর এলাকায় সার নিয়ে এমভি দেশ বন্ধু নামে আরও একটি লাইটার কার্গো জাহাজ ডুবে যায়। সেটি এখনও উদ্ধারের তৎপরতা শুরু করতে পারেনি মালিকপক্ষ।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: