বড়াইগ্রামে বিক্ষোভ সড়ক অবরোধ
মো: রবিউল ইসলাম, (নাটোর):
তথ্য জালিয়াতির মাধ্যমে নাটোরের বড়াইগ্রাম উপজেলার চান্দাই ইউপি চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন নেয়ার অভিযোগ এনে প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করে স্থানীয় আওয়ামী লীগ নেতা কর্মিরা।
শনিবার (৯ অক্টোবর) দুপুরে চান্দাই ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের করে বাজারের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে। পরে চান্দাই মোড়ে প্রধান সড়ক অবরোধ করে প্রতিবাদ সভা করে নেতা কর্মিরা।
এসময় বক্তব্য রাখেন চান্দাই ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আনিছুর রহমান, সহ-সভাপতি আফজাল হোসেন, সাংগঠণিক সম্পাদক আব্দুল মালেক সহ স্থানীয় ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ।
এসময় বক্তারা অভিযোগ করেন, ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি শাহনাজ বেগমের সাথে নামের মিল থাকায় ওইসব পদ পদবী ও স্বামীর ভুয়া মুক্তিযোদ্ধার পরিচয় ব্যবহার করে দলীয় মনোনয়ন পান শাহনাজ পরভীন। অবিলম্বে সঠিক তথ্যের ভিত্তিতে ও দলীয় প্রার্থীর নির্বাচনের দাবি জানানো হয়।