শিরোনাম

South east bank ad

সারিয়াকান্দিতে ১৭ দিন ধরে সি ট্রাক ফেরি চলাচল বন্ধ

 প্রকাশ: ০৮ অক্টোবর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

প্রদীপ মোহন্ত, (বগুড়া) :

বগুড়ার সারিয়াকান্দি-মাদারগঞ্জ ফেরি সার্ভিস ১৭ দিন ধরে বন্ধ রয়েছে। যান্ত্রিক ক্রটির কারণে গত ২০ সেপ্টেম্বর বগুড়ার সারিয়কান্দি উপজেলায় যমুনা নদীর মাঝ পথে ফেরিটি বিকল হয়ে যায়। এরপর থেকেই এটি বন্ধ রয়েছে। এই ফেরির নাম শহীদ আব্দুর রব সেনিয়াবাত।

জানা গেছে, মাদারগঞ্জ ঘাট থেকে সারিয়াকান্দির উদ্দেশে আসার পথে মাঝপথে হঠাৎ ফেরিটির ইঞ্জিন বিকল হয়ে পড়ে। যাত্রীসহ যমুনা নদীর মাঝপথে এটি থেমে যায়। এর দুদিন পর আরেকটি ফেরি এনে এটিকে নদীর পূর্বপাড়ে নিয়ে রাখা হয়।

ফেরির ব্যবস্থাপক সারোয়ার হোসেন বলেন, ফেরির ইঞ্জিনের গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি যন্ত্র নষ্ট হয়েছে। এবার এটি চালু করতে গেলে অনেক সময় লাগবে।

গত ১২ আগস্ট নৌ পরিবহণ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী উদ্বোধন করার পর থেকে ফেরীর ইঞ্জিনটি দুই বার বিকল হয়ে পড়লো। বিষয়টি বাংলাদেশ আভ্যন্তরিন নৌ পরিবহণ করপোরেশন (বিআইডাব্লুউটিসি) কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: