গৌরীপুরে দুই মাদকসেবীর জেল-জরিমানা
মশিউর রহমান কাউসার, (গৌরীপুর) :
ময়মনসিংহের গৌরীপুর পৌর শহরে ভ্রাম্যমান আদালতে স্থানীয় দুই মাদকসেবী যুবকের হেরোইন সেবন ও সংরক্ষণের দায়ে জেল-জরিমানা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান মারুফ বৃহস্পতিবার (৭ অক্টোবর) রাতে অভিযান পরিচালনা করে হাতেনাতে ধরে এ দন্ড দেন।
দন্ডপ্রাপ্তরা হল পৌরসভার নতুন বাজার এলাকার মৃত ইউনুছ আলীর ছেলে রুবেল মিয়া (২৫) ও চকপাড়া এলাকার মৃত আবুল মিয়ার ছেলে রজব আলী (৩০)। অভিযানে সার্বিক সহযোগিতায় ছিলেন গৌরীপুর থানার এস আই নজরুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল।
ইউএনও’র কার্যালয়ের অফিস সহকারী মোঃ রইছ উদ্দিন এ বিষয়ে সাংবাদিকদের নিশ্চিত করে জানান, উল্লেখিত দুই মাদকসেবীকে যথাক্রমে আট মাসের বিনাশ্রম কারাদন্ড ও এক হাজার টাকা অর্থদন্ড ও এক বছরের বিনাশ্রম কারাদন্ড ও দুই হাজার টাকা অর্থদন্ড দেয়া হয়েছে।