কাঞ্চনাবাদ ছাত্রলীগের কমিটি গঠন ঘোষণায় আনন্দ মিছিল
জাহিদ হাসান হৃদয়, (আনোয়ারা) :
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় মোঃ আলী হায়দারকে সভাপতি এবং মোঃ আবদুল কাইয়ুম সিফাতকে সাধারণ সম্পাদক করে কাঞ্চনাবাদ ইউনিয়ন ছাত্রলীগের ৭১ সদস্য বিশিষ্ট পুর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।
এই উপলক্ষে বৃহস্পতিবার (৭ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে মনোনিতদের পক্ষ থেকে বিজয় মিছিল বের হয়। এসময় মিছিলটি উপজেলার বিজিসি ট্রাস্ট মেডিকেল হসপিটাল গেইটের সামনে থেকে শুরু করে রৌশানহাট ইউনিয়ন পরিষদ হয়ে এনআরবি ব্যাংকের সামনে গিয়ে শেষ হয়।
উল্লেখ্য যে,গত মঙ্গলবার (৫ অক্টোবর) চন্দনাইশ উপজেলা ছাত্রলীগের আহবায়ক, যুগ্ম আহ্বায়কদের স্বাক্ষরিত এক বিজ্ঞাপ্তিতে ১নং কাঞ্চনাবাদ ইউনিয়ন ছাত্রলীগের কমিটির অনুমোদন দেওয়া হয়।