উপকূলে মানষিক ভারসম্যহীন মানুষের পাশে দাঁড়ালেন পুলিশ সদস্য
এমএ জামান, (সাতক্ষীরা) :
সাতক্ষীরা শ্যামনগরের বুড়িগোয়ালিনী নীলডুমুর খেয়াঘাটের সেই ভারসাম্যহীন মানুষটির পাশে দাঁড়ালেন বুড়িগোয়ালিনী নৌ থানা পুলিশ সদস্য তুহিন ঢালী। তিনি বুধবার বিকেলে পটল নামের এক মানষিক ভারসম্যহীনের মাথার চুল-দাড়ি কেটে সুন্দর করে সাবান দিয়ে গোসল করারোর ব্যবস্থা করেন। এরপর ভালো পোশাক পরিয়ে দিয়েছেন। বৃহস্পতিবার দুপুরে হোটেলে নিয়ে ভালো খাবার খেতে দিয়েছেন। তাছাড়া তিনি এই ভারসাম্যহীন লোকটিকে ভালো পরিবেশে রেখে দেখতে চেয়েছেন তাকে ভালো করা যায় কিনা।
এ বিষয়ে পুলিশ সদস্য তুহিন ঢালির কাছে জানতে চাইলে তিনি বলেন, আমি এমনভাবে প্রতিনিয়ত কোনো-না-কোনো মানুষের খাওয়ার কিনে দিয়ে তাদের খোঁজ খবর নেই। তিনি সমাজের বিত্তবান ও স্বেচ্ছাসেবী মানুষকে মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।