রাজশাহী নগরীর ড্রেনে জবাই করা লাশ
আমজাদ হোসেন শিমুল, (রাজশাহী ব্যুরো) :
রাজশাহী মহানগরীর একটি ড্রেন থেকে এক ব্যক্তির জবাই করা লাশ উদ্ধার করেছে পুলিশ। গত বুধবার (০৬ অক্টোবর) দিনগত রাত ২টার দিকে নগরীর বোয়ালিয়া থানার সাগরপাড়া বিদ্যুৎ অফিসের পেছনের একটি ড্রেন থেকে রক্তাক্ত এই লাশ উদ্ধার করা হয়।
নিহত ব্যক্তির নাম আব্দুল কাদের। তিনি রাজশাহী নগরীর শ্রীরামপুর এলাকার জবের আলীর ছেলে। এই হত্যাকা-ের ঘটনায় বৃহস্পতিবার (০৭ অক্টোবর) বিকাল সোয়া ৫টায় নিহতের ছেলে সাইফুল ইসলাম বাদি হয়ে নগরীর বোয়ালিয়া মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন। তবে এখন পর্যন্ত এই হত্যকা-ের রহস্য উদ্ঘাটন কিংবা ঘটনার সঙ্গে জড়িত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে- বুধবার রাতে এক পথচারী ড্রেনে মরদেহ পড়ে থাকতে দেখে বোয়ালিয়া থানায় খবর দেন। পরে পুলিশ গিয়ে ওই ব্যক্তির জবাই করা রক্তাক্ত মরদেহ উদ্ধার করে। মরদেহের কাছে একটি মোবাইল ফোন পড়ে ছিল। পরে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এ ব্যাপারে বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিবারণ চন্দ্র বর্মন বলেন, হত্যাকা-ের ঘটনায় বৃহস্পতিবার বিকালে একটি মামলা দায়ের করা হয়েছে। তবে কারা, কী করণে এই হত্যাকা- ঘটিয়েছে তা এখন পর্যন্ত জানা যায়নি। এ ঘটনায় কেউ এখন পর্যন্ত গ্রেপ্তার হয়নি। তবে ইতোমধ্যেই আমরা ঘটনার ক্লু উদ্ঘাটনে মাঠে নেমেছি। আশা করছি- দ্রুততম সময়ের মধ্যেই হত্যকা-ের রহস্য উদ্ঘাটন করতে পারবো।