বরিশাল রেঞ্জের মাসিক অপরাধ সভায় পুরস্কৃত পিরোজপুর জেলার এসপি সাঈদুর রহমান
পিরোজপুর জেলার পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান পিপিএম-সেবা সেপ্টেম্বর-২০২১ মাসে দ্রুত সাড়া (কুইক রেসপন্স) দানের জন্য পুরষ্কৃত হয়েছেন। পিরোজপুর জেলা ট্রাফিক বিভাগ শ্রেষ্ঠ হিসেবে বিবেচিত হয়েছে।
বুধবার (৬ অক্টোবর, ২০২১) বরিশাল রেঞ্জ ডিআইজি’র কার্যালয়ের সভাকক্ষে মাসিক অপরাধ পর্যালোচনা সভা শেষে পুরস্কার হিসেবে ক্রেস্ট তুলে দেন বরিশাল রেঞ্জ ডিআইজি এস এম আক্তারুজ্জামান।
এসময় রেঞ্জ পুলিশের কর্মকর্তাবৃন্দ ও সকল জেলার পুলিশ সুপারবৃন্দ উপস্থিত ছিলেন।