শিরোনাম

South east bank ad

ঈশ্বরদীতে সড়ক দুর্ঘটনায় শ্রমিক নিহত

 প্রকাশ: ০৬ অক্টোবর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

সুশান্ত কুমার সরকার, (পাবনা) :

পাবনার ঈশ্বরদীতে সড়ক দুর্ঘটনায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের এক শ্রমিক নিহত হয়েছেন।
বুধবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার লালন শাহ সেতুর সংযোগ সড়কের দিয়াড় সাহাপুর ক্লাব মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি হলেন-ঈশ্বরদী উপজেলার খয়েরবাড়িয়া গ্রামের ইসমাইল মন্ডলের ছেলে শফিকুল ইসলাম(৪৫)। শফিকুল রূপপুর প্রকল্পের সাব ঠিকাদার রোসেম কোম্পানিতে নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শফিকুল মোটরসাইকেলে রূপপুর প্রকল্পে কাজে যাচ্ছিলেন। এ সময় লালন শাহ সেতুর সংযোগ সড়ক পার হওয়ার সময় বিপরীতমুখী দ্রতগামী একটি ট্রাকের সঙ্গে তার মোটরসাইকেলটির সংঘর্ষ হলে ঘটনাস্থলেই তিনি মারা যান।

পাকশী হাইওয়ে পুলিশের ওসি খন্দকার শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। দুর্ঘটনার পর চালক ট্রাকটি নিয়ে পালিয়ে যেতে সক্ষম হন।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: