বেতাগীতে যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত-৫
এম.এস রিয়াদ, (বরগুনা) :
বরগুনার বেতাগীতে ঢাকা-বরগুনা মহাসড়কে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত ৫ জন আহত হয়েছে।
বুধবার বিকেলে বেতাগী উপজেলার শেরেবাংলা নামক স্থানে টায়ার পাংচার হয়ে যাত্রীবাহী বাসটি দুর্ঘটনার শিকার হয়।
বেতাগী ফায়ার সার্ভিস স্টেশনসূত্রে জানা গেছে- বরগুনা থেকে বরিশালের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া সত্তার পরিবহন (নারায়ণগঞ্জ ০৪-০১৯০) বিকেল সাড়ে ৪টার দিকে মোকামিয়া এলাকায় রাস্তার ধারে খাদে পড়ে যায়।
এতে ৫ জন যাত্রী আহত হয়। এ ঘটনায় একজনের অবস্থা গুরুতর। পরে ফায়ার সার্ভিস বেতাগী স্টেশনের একটি ইউনিট আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য বেতাগী স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।
বেতাগী থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী সাখাওয়াত হোসেন বলেন- দুর্ঘটনার শিকার বাসে থাকা ৫ জন যাত্রীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।