আনোয়ারা আগুন লেগে ৪ বসতবাড়ী ভস্মীভূত
জাহিদ হাসান হৃদয়, (আনোয়ারা) :
চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে ৪ বসতবাড়ী ভস্মীভূত হয়েছে।
বুধবার (৬ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার ৫নং বরুমচড়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের দিঘির পাড় খলিফার বাড়িতে এই দুর্ঘটনা ঘটে।
আনোয়ারা ফায়ার সার্ভিসের সাব-অফিসার মোহাম্মদ মাসুদ পারভেজ বলেন, বিকাল চারটা ৪৫ এর দিকে বরুমচড়ায় আগুন লাগার খবর পেয়ে আনোয়ারা ফায়ার সার্ভিসের ২ টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে একঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এসময় আগুনে দুইটা ঘর বেশি ক্ষতিগ্রস্ত হয়। এতে আনুমানিক দুই লক্ষ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে এবং ২০ লক্ষ টাকার মালামাল উদ্ধার হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
এবিষয়ে বরুমচড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাদাত হোসেন বলেন, আগুন লাগার খবর শুনে সাথে সাথে ঘটনাস্থলে গিয়েছি আমি। আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং উপজেলা পরিষদের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের সহয়তা করা হবে।