জেলা প্রশাসক কার্যালয়ে ডে-কেয়ার উদ্বোধন
শামীম আলম, (জামালপুর) :
জামালপুরে কর্মজীবী মা ও তার শিশুর জন্য স্থাপিত ডে-কেয়ার সেন্টার উদ্বোধন করা হয়েছে।
বুধবার (৬ অক্টোবর) জামালপুর জেলা প্রশাসনে কর্মরত এবং সেবা গ্রহণে আগত মা ও তার শিশুর জন্য জেলা প্রশাসকের কার্যালয়ে স্থাপিত ডে-কেয়ার সেন্টারের শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক মুর্শেদা জামান।
জেলা প্রশাসক মুর্শেদা জামান জানান, জেলা প্রশাসক কার্যালয়ের পুরাতন ও অব্যবহৃত ভবন সংস্কারপূর্বক স্থাপিত এই ডে-কেয়ার সেন্টারে ০-৫ বছর বয়সী শিশুদের জন্য প্রাথমিক শিক্ষা ও বিনোদন উপকরণের সন্নিবেশসহ একটি ল্যাক্টেটিং কর্নার স্থাপন করা হয়েছে।
উদ্বোধনকালে উপস্থিত ছিলেন, সিভিল সার্জন ডা. প্রণয় কান্তি দাস, উপ-পরিচালক (স্থানীয় সরকার) মোহাম্মদ কবির উদ্দীন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মোকলেছুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ রফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার সীমা রাণী দাস, জামালপুর পৌর মেয়র ছানোয়ার হোসেন ছানু, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি সৈয়দ আতিকুর রহমান ছানা, জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা. মোঃ সোহানুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটুস লরেন্স চিরান, বীর মুক্তিযোদ্ধা মোঃ সুজাত আলী, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক সহ অত্র কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।