দুর্গাপুরে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস উদযাপিত
এস.এম রফিকুল ইসলাম রফিক, (দুর্গাপুর) :
নেত্রকোনার দুর্গাপুরে ‘‘সবার জন্য প্রয়োজন জন্ম ও মৃত্যুর পরপরই নিবন্ধন’’ এই প্রতিপাদ্যে উপজেলা প্রশাসনের জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালিত হয়েছে। ৬ অক্টোবর বুধবার এ দিবস পালিত হয়।
এ উপলক্ষে সর্বস্তরের অংশগ্রহনে এক র্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে মাধ্যমিক শিক্ষা অফিসার গোলাম মোস্তফা’র সঞ্চালনায় উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রাজীব-উল-আহসান এর সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সহকারী কমিশনার(ভুমি)রুয়েল সাংমা, মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক ডেপুটি কমান্ডার সোহরাব হোসেন তালুকদার, ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম, আব্দুল মতিন মোতালেব, যুবলীগ সহ-সভাপতি পাভেল চৌধুরী প্রমুখ।
নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাজীব-উল-আহসান বলেন, ২০১৭ সাল থেকে প্রতি বছর ৬ অক্টোবর জাতীয় জন্মনিবন্ধন দিবস পালিত হয়ে আসছে। ১৯৭৩ সালের ২ জুলাই ব্রিটিশ সরকার অ-বিভক্ত বাংলায় জন্মনিবন্ধন-সংক্রান্ত আইন জারি করেছিলো। জন্ম ও মৃত্যু নিবন্ধন আইন অনুযায়ী পাসপোর্ট ও ড্রাইভিং লাইসেন্স প্রাপ্তি, বিয়ের নিবন্ধন, শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি, ভোটার তালিকা তৈরি এবং জমি নিবন্ধনে জন্মসনদ ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। এসেবা বাস্তবায়নে সকলকে এগিয়ে আসার আহবান জানান তিনি।