শিরোনাম

South east bank ad

মৃত্যুর দ্বারপ্রান্তে বরগুনার সংবাদপত্র বিক্রেতা খোকন

 প্রকাশ: ০৬ অক্টোবর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

এম.এস রিয়াদ, (বরগুনা) :

"তুমি কী দেখেছো কভু জীবনের পরাজয়? দুঃখের দহনে করুণ রোদনে তিলে তিলে তার ক্ষয়"। তেমনি একজন বরগুনা সদর উপজেলার বুড়িরচর ইউনিয়নের হাজারবিঘা গ্রামের খোকন।

এখন তিলে তিলে ক্ষয় হচ্ছে একসময়ের খবরপত্র বিক্রেতা খোকন। দুরারোগ্য ব্যধি ক্যান্সার তার জীবনের পরাজয় এনে দিয়েছে। মায়াবী চোখের ছোট ছোট তিন শিশুপুত্র আর অশ্রুশিক্ত অসহায় স্ত্রীর চোখের সামনে তিল তিল করে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে খোকন।

কিছুদিন আগেও বরগুনার অলিগলিতে ঘুরে ঘুরে সংবাদপত্র বিলি করে জীবীকা নির্বাহ করতো খোকন। বছর খানেক আগে তার ক্যান্সার ধরা পড়ে। চেয়েচিন্তে কিছু টাকা যোগাড় করে একবার তাকে কেমো দিয়েছিলো স্ত্রী সাহিদা। পরে আর হয়নি। ছোট ছোট তিন ছেলের খাবার জোটানোই ছিলো অসম্ভব ব্যাপার, সেখানে কেমোর টাকা কে দিবে সাহিদাকে?

জন্ম থেকেই অভাগা খোকন। জন্মের কিছুদিন পরেই মায়ের অকাল মৃত্যু। খোকনের বাড়ি রংপুর জেলার গঙ্গাচড়া উপজেলার কুলকন্দ গ্রামে। রাজধানী ঢাকায় কাজের সুবাদে পরিচয় বরগুনার অসহায় সাহিদা আক্তারের সাথে। সাহিদার বাবা দরিদ্র আজহার গাজির মৃত্যু হয় ১১ বছর আগে। সেই থেকে একাকী সাহিদার রাজধানী ঢাকায় থাকা।

খোকন-সাহিদার বড় ছেলে নাজমুলের বয়স ১১ বছর। ২৫ পাড়া কোরআনের হাফেজ সে। বরগুনার জান্নাতুল বাকী মাদ্রাসায় এখনও চলছে তার হাফেজি লেখাপড়া। মাসে তিন হাজার টাকা বেতন দিতে হয় তার। মেজ ছেলে তানভিনের বয়স ৬ বছর। আর ছোট ছেলে শাফির বয়স সবে দুই বছর।

একদিকে ক্যান্সার আক্রান্ত বেহুশ স্বামী। আরেকদিকে ছোট ছোট অসহায় তিন শিশুর ক্ষিধের জ্বালা। অনোন্যপায় এখন সাহিদা। সদর উপজেলার হাজারবিঘা গ্রামে পিতার এককাঠার ভিটেতে একটি টিনের খুপড়িতে কোনরকমে সাহিদা-খোকনের বসবাস।

সাহিদা-খোকনের তিন শিশুপুত্রের লেখাপড়ার জন্যে, সাহিদার ভবিষ্যতের জন্যে, খোকনের নিরাপদ মৃত্যুর জন্যে, স্বচ্ছল ব্যক্তিবর্গের কাছে সহযোগিতার জন্যে আবেদন জানিয়েছেন খোকনের সহকর্মী বরগুনার সংবাদপত্র বিক্রেতা সমিতির অসহায় সদস্যরা।

সাহিদার কোন ব্যাংক একাউন্ট নেই। সাহিদা যেখানে থাকে সেই গ্রামের বাড়িতে মোবাইল ফোনের নেটওয়ার্কও ততটা ভালো নয়। মাঝে মাঝেই নেটওয়ার্ক থাকে না। সাহিদার একটি বিকাশ নম্বর আছে। তার নম্বর ০১৩১০৬৬৮৬৯৭। এটি সাহিদার মোবাইল নম্বরও।

কোন হৃদয়বান স্বচ্ছল ব্যক্তি নগদ সহযোগিতা পাঠাতে চাইলে এখানে পাঠাতে পারবেন। অথবা খোকন-সাহিদার তিন শিশুপুত্রের ভবিষ্যতের জন্যে বিকল্প কিছু করতে চাইলে বরগুনা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক ইত্তেফাকের বরগুনা (উত্তর) প্রতিনিধি জহিরুল হাসান বাদশার সাথে যোগাযোগের জন্যে অনুরোধ করা হয়েছে।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: