শিরোনাম

South east bank ad

বাসের ধাক্কায় প্রাণ হারাল পুলিশের এএসআই

 প্রকাশ: ০৬ অক্টোবর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

আমিনুল ইসলাম জুয়েল, (রংপুর) :

রংপুরে সড়ক দুর্ঘটনায় আরিফুজ্জামান আরিফ নামে এক পুলিশের সহকারী পরিদর্শক (এএসআই)এর মৃত্যু হয়েছে।

বুধবার (৬ অক্টোবর) রাত সাড়ে বারোটায় রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে রাত সাড়ে নয়টার দিকে রংপুর-দিনাজপুর মহাসড়কের হাজিরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আরিফুজ্জামান রংপুর সদর থানায় কর্মরত ছিলেন। তার গ্রামের বাড়ি নীলফামারীর ডিমলা উপজেলায়।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন রংপুুুর সদর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি (তদন্ত) মমতাজুল ইসলাম।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, চিকিৎসকের কাছে যেতে স্ত্রী-সন্তানকে নিয়ে মোটরসাইকেলে পাগলাপীর এলাকা থেকে রংপুর শহরের দিকে যাচ্ছিলেন এএসআই আরিফুজ্জামান।

পথিমধ্যে হাজিরহাটের কোল্ড স্টোরেজের সামনের রাস্তায় একটি গর্তে পানি দেখে দাঁড়ান তিনি। এসময় একটা ট্রাক ও রুপা এন্টারপ্রাইজ নামে একটি বাস মুখোমুখি হলে বাসের চালক ব্রেক করলে বাসের পেছনের অংশ ঘুরে গিয়ে আরিফের মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে তিনি ও তার ছেলে গাড়ির নিচে পড়ে যান। সড়কের উপর ছিটকে পড়েন তার স্ত্রী।

পরে তাদেরকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা। সেখানে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১২টার দিকে তিনি মারা যান। তার স্ত্রী ও সন্তান বর্তমানে রমেকে চিকিৎসাধীন রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

রংপুর সদর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) মমতাজুল ইসলাম বলেন, রুপা এন্টারপ্রাইজ নামের বাসটি জব্দ করেছে পুলিশ। তবে দুর্ঘটনার পর চালক পলিয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: