ফেসবুকে প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর মন্তব্য করায় কলেজ ছাত্র আটক
মো: রবিউল ইসলাম, (নাটোর):
নাটোরের বড়াইগ্রামে ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনকে নিয়ে আপত্তিকর মন্তব্য করায় পুলিশ সজল আহমেদ (১৮) নামে এক কলেজ ছাত্রকে আটক করেছে।
মঙ্গলবার (০৫ অক্টোবর) সকাল ১১ টার দিকে পৌর ছাত্রলীগের নেতা-কর্মীরা তাকে আটক করে পৌর মেয়রের কার্যালয়ে নিয়ে আসলে মেয়র কেএম জাকির হোসেন তাকে পুলিশে সোপর্দ করেন।
আটককৃত সজল বনপাড়া সেন্ট যোশেফস স্কুল এন্ড কলেজের উচ্চ মাধ্যমিক ২য় বর্ষের ছাত্র ও লালপুরের কদিমচিলান ইউনিয়নের শসুডাঙ্গা গ্রামের মাসুদ প্রমাণিকের ছেলে।
বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ রাশেদুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করেছেন৷