আগ্রহী কৃষক নির্বাচনে মাঠ পর্যায়ে মোটিভেশন মিটিং
মো: আব্দুস ছাত্তার, (ফুলবাড়িয়া) :
বিদ্যুৎ এবং ডিজেলের উপর নির্ভরশীলতা কমিয়ে সূর্যের আলোকে কাজে লাগিয়ে তা দিয়ে সোলার পাম্প ব্যবহারে সরকার অধিক গুরুত্ব দিয়ে ভুর্তকীর মাধ্যমে জনগনকে উদ্ধুদ্ধ করতে মাঠ পর্যায়ে কাজ করছে। ফলে বিদ্যুতের উপর চাপ কমছে এবং সোলার পাম্প পরিবেশবান্ধব হওয়ায় পরিবেশের উপর কোন বিরূপ প্রভাব পরে না।
গতকাল ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার রাঙ্গামাটিয়া, কুশমাইল ও বালিয়ান ইউনিয়ন পরিষদের হলরুমে সৌর বিদ্যুত চালিত পাম্পের মাধ্যমে কৃষি সেচ ‘শীর্ষক প্রকল্পের আগ্রহী কৃষক নির্বাচনের নিমিত্তে মাঠ পর্যায়ে মোটিভেশন মিটিং’ অনুষ্ঠিত হয়।
এতে অংশ নেন বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড ময়মনসিংহ জোনের তত্বাবধায়ক প্রকৌশলী (চ:দা:) মো: আবদুল হান্নান, ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর জেনারেল ম্যানেজার (চ:দা:) মো. আক্তার হোসেন, ফুলবাড়িয়া জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার অনিতা বর্ধন, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড ময়মনসিংহ জোনের সহকারী প্রকৌশলী রিপন সাহা, ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর সহ: জেনারেল ম্যানেজার (সদস্যসেবা) মো. রিফাতুল করিম, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড ময়মনসিংহ জোনের সহকারী প্রকৌশলী মো: সুমন পারভেজ।